দেহেরগতি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের প্রমাণ পায়নি তদন্ত কমিটি


বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বলেছেন, ‘দ্দেশ্য যদি থাকে সৎ। চিন্তা চেতনা যদি থাকে মানব কল্যানে সে মানুষকে কেউ দমিয়ে রাখতে পারেনা। এমনকি অপপ্রচার করে কারো জনপ্রিয়তা দমিয়ে রাখা যায়না।
সম্প্রতি তার বিরুদ্ধে অনলাইন পোর্টালে প্রকাশিত চাল বিতরণে অনিয়মের সংবাদের বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেছেন।
এসময় তিনি আরও বলেন, ‘জনগণের প্রকৃত সেবক হতে ও মানব কল্যানে কাজ করতে জনপ্রতিনিধি হয়েছি। গরীব অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্ধকৃত সাহায্য সুষম বন্টনের মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের মুখে হাসি ফোঁটানেরা জন্যই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
যে কারণে একটি মহল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক ফায়দা লুটতে বিভিন্ন ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, নাম সর্বস্ব অনলাইন পত্রিকায় বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন কথা লিখে অপপ্রচার চালাচ্ছে।
মশিউর রহমান সাংবাদিকদের বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় একটি মহল ঈর্ষান্বিত। তারা নিশ্চিত পরাজয় ভেবেই আমার বিরুদ্ধে জেলেদের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ তুলেছেন। যার সত্যতা খুঁজে পায়নি তদন্ত কমিটিও।
গুজবের জবাবে রটনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ষড়যন্ত্র ও কুৎসা রটিয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না। ভালো কাজ করুন, তাহলে জনগণ আপনাদের সাথে থাকবে-নাহলে আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। ‘অপপ্রচান ও ষড়যন্ত্র করে কখনো মশিউর রহমানকে দমিয়ে রাখতে পারবেন না।’
প্রসঙ্গত, “দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমানের নামে “মৎস্য অধিদপ্তরের ত্রাণের (জেলেদের) চাল ওজনে কম দেয়ার অভিযোগ তুলেছেন জেলেরা” শিরোনামে গত ২১ এপ্রিল একটি নিউজ পোর্টালে প্রকাশিত হয়। যা বিভিন্ন ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়। সংবাদে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে হারুণ অর রশিদ ও করিম নামের কোন জেলেকে চাল দেওয়া হয়নি বলে জানান মশিউর রহমান।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান শিকদার বলেন, মশিউর রহমান একজন সৎ ও পরোপকারী চেয়ারম্যান। তার নামে চাল ওজনে কম দেওয়ার অভিযোগ আসন্ন নির্বাচনে প্রতিপক্ষের একটি চক্রান্ত ও প্রতিহিংসা পরায়নতা মাত্র।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান বলেন, দেহেরগতি ইউনিয়নে নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্ধকৃত চাল ওজনে কম দেওয়ার যে অভিযোগ তুলেছেন তাহা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি নিজে অভিযোগ তদন্ত করেছি, জেলেরা ওজনে চাল কম দেওয়ার কোন অভিযোগ সত্য বলে স্বীকার করেননি।
এইচকেআর
