পাথরঘাটায় ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা


বরগুনার পাথরঘাটায় নদীর তীর থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগে আল মামুন এন্টারপ্রাইজ ব্রিকসের মালিকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয় ।
এ বিষয় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, নদীর তীর থেকে ও তলদেশ থেকে মাটি কাটার অভিযোগে আল মামুন এন্টারপ্রাইজ ব্রিকসের মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাটি কাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তিতে আইন অমান্য করলে আবারও আইনগত ব্যবস্থ্যা নেয়া হবে।
এইচকেআর
