বাউফলে খালে ডুবে শিশুর মৃত্যু


পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বগা খালে পড়ে আজ মঙ্গলবার সিথিল মিস্ত্রী নামে ১ বছর ২ মাসের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি বগা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা সঞ্জয় মিস্ত্রী ও সম্পা রানীর সন্তান।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবার অজান্তে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শিশুটি ওদের ঘর-সংলগ্ন খালে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ হাসান সত্যতা নিশ্চিত করেছেন।
এইচকেআর
