বাস বন্ধ থাকায় বিপাকে পর্যটকরা


জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও শুরু হয়েছে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট।
শুক্রবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে চলাচল বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছে কুয়াকাটাগামী পর্যটকসহ সাধারণ মানুষদের।
জ্বালানি তেলের বর্ধিত দাম না কমানো পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন এখানকার বাস মালিকরা।
এদিকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় তিন চাকা ও দুই চাকার যানবাহনের দৌরাত্ম্য বেড়েছে পটুয়াখালীর মহাসড়কে।
এতে যাত্রীদের কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। সরকার দ্রুত এ সমস্যার সমাধান করে যাত্রীদের এই ভোগান্তি দূর করবে এমনটাই প্রত্যাশা সকলের।
এইচকেআর
