ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
  • মরোক্কান গায়কের প্রেমে পড়লেন পরীমনি

    মরোক্কান গায়কের প্রেমে পড়লেন পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি আবারও প্রেমে পড়েছেন। খবরটি তিনি নিজেই তার ফেসবুক পেজের মাধ্যমে জানালেন ভক্তদের। সঙ্গে ছবিও পোস্ট করেছেন পছন্দের মানুষের।

    তবে পরীমনি এবার ভক্ত হিসেবে প্রেমে পড়েছেন এক মরোক্কান গায়কের। নাম সাদ লামজাদের। তিনি মরোক্কের জনপ্রিয় পপ গায়ক। 

    পরীমনি ফেসবুক পেজে সাদ লামজাদেরের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ ইউ। জানুক দুনিয়া’। নায়িকার এই পোস্টের নিচে মন্তব্যের জোয়ার। ভক্তরা তাদের বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন সেখানে। 

    চলতি সময়টা বেশ ব্যস্ততায় কাটছে পরীমনির। যদিও দেশের করোনা পরিস্থিতির জন্য আপাতত কোনও শুটিং করছেন না এই নায়িকা। আর এই ফাঁকে দুবাই ঘুরে এলেন। সম্প্রতি দেশটি থেকে ফেরার সময় কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। 

    পরীমনির ছবিতে দেখা যাচ্ছে সবুজ বোরকা পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ক্যাপশনে লিখেছেন ‘ওকে বাই’। 

    উল্লেখ্য, পরীমনি ব্যস্ত ছিলেন ‘মুখোশ’-এর শুটিং নিয়ে। করোনার পরিস্থিতির জন্য আপাতত এর কাজ বন্ধ রয়েছে। জানা যায়, ঈদের পর আবারও কাজ শুরু হবে। 

    অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ও রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এছাড়া তার হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও সঞ্জয় সমদ্দারের ‘বায়োপিক’। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এসব সিনেমার শুটিং শুরু হবে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ