আমতলীতে জাতীয় সমবায় দিবস পালিত


“বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০ টায় ৫০তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা। বেলা ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: তামান্না আফরোজ মনি। বি আর ডিবির চেয়ারম্যান জি এম মুসা , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহ্জা নুরুল ইসলাম মৃধা , সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন সানু , ভারপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার মো. বাদল আকন প্রমুখ।
এইচকেআর
