প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় আটক যুবক কারাগারে


প্রধানমন্ত্রী শেখ হাসিনর ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার পুলিশ মাহাবুব হোসেন (১৯) নামে ওই যুবককে সদর উপজেলার চরমোনাই থেকে আটক করা হয়।
এর আগে ওই এলাকার লোকজন মাহাবুবকে আটকে রাখে। সে এই ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ এপ্রিল সোমার মাহবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে এবং অশালীন ক্যাপশন লিখের আপলোড করে। যা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নজরে আসলে তোলপাড় সৃষ্টি হয়।
গত শুক্রবার জুমার নামাজ শেষে ক্ষুব্ধ চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম মাস্টার, স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন জুয়েলসহ ছাত্রলীগ নেতাকর্মীরা মাহাবুবকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে বিকেলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গিয়ে মাহাবুবকে আটক করে।
কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে মাহাবুবের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় ডিজিটালনিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামালায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এইচকেআর
