কলাপাড়ায় সরকারি জমিতে নির্মানাধীণ স্থাপনা অপসারণ


কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাছে নির্মাণাধীণ অবৈধ স্থাপনা অপসারণ করেছে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে সেখানকার নির্মাণাধীন তিনটি স্থাপনার কাজ বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি যতটুকু স্থাপনা তোলা হয়েছে তা অপসারণ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সরকারি জমিতে এই স্থাপনা তোলা হচ্ছিল। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক উপস্থিত ছিলেন।
এইচকেআর
