নির্বাচনে প্রার্থীর স্বজনদের প্রিজাইডিং পোলিং অফিসার করার অভিযোগে সংবাদ সম্মেলন


আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর স্বজনদের নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহিন।
মঙ্গলবার সকালে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন এম বালিয়াতলী ইউপি নির্বাচনে অন্যান্য চেয়ারম্যান প্রার্থীর স্বজনদের প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহিনের সংবাদ সম্মেলন তাদের নির্বাচনী কর্মকাণ্ড থেকে প্রত্যাহারের দাবী জানান।
বরগুনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বলেন, সকল প্রার্থীরা তাদের অভিযোগ জানাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহিন আমাদের লিখিত অভিযোগ দিয়েছেন অন্য প্রর্থীর শুভাকাঙ্খীর নির্বাচনে দায়িত্ব পেয়েছেন। প্রার্থীদের আত্মীয় হলে পরিবর্তনের সুযোগ আছে, শুভাকাঙ্খী পরিবর্তনের সুযোগ নেই। তবে নির্বাচনে অনিয়ম হলে দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর
