বরগুনায় ‘ভূত’ আতঙ্কে এলাকাবাসী


বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামে একটি বসতঘরের বিভিন্ন স্থানে হঠাৎ হঠাৎ আগুন জ্বলে উঠছে। বাড়ির মালিকের নাম আব্দুল হক মিয়া। এই ঘটনায় এলাকায় ভুতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাত জেগে পাহারা দিচ্ছে মানুষ।
ঘটনাস্থল ঘুরে এসে বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু বলেন, সকালে ফজর নামাজ আদায়ের পর ঘুমানোর চেষ্টা করছিলাম, হঠাৎ কৃষিবিদ আঃ হক ভাইয়ের ফোন। ঘটনাস্থল পোটকাখালী। ১মাস যাবৎ একটি বাড়ীর একাধিক বসতঘরে আগুন জ্বলে পুড়ে যাচ্ছে, কাঁথা, বালিশ, শীতবস্ত্র, শাড়ী। অবিশ্বাস্য -অলৌকিক আর ভৌতিক ঘটনা।
টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ আর সাংবাদিক কাসেমকে নিয়ে উপস্হিত হই ঘটনাস্থলে। বাড়ীর পুরুষ ও মহিলা, এলাকাবাসী বর্ণনা দিচ্ছেন। হঠাৎ আগুন আগুন ডাকচিৎকার। একটি ঘরে কাপড়ে আগুন লেগেছে। নিভানো হলো, আবারও ডাক চিৎকার, আগুন আগুন! কোন উৎসই খুঁজে পাওয়া যাচ্ছেনা। অবহিত করা হলো, মাননীয় সংসদ, সদস্য, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতিতে আবারও আগুন আগুন আওয়াজ! ঘটনাস্থল থেকে বিদায় নেবার পূর্বে আবারও আগুন। বালিশে আগুন লেগেছে! আগুন নিভাতে গিয়ে পুড়ে গিয়েছে একজন গৃহবধূর দু'হাতের তালু, গাছের পাতা, ঘরে রাখা জাল, পরিধেয় শাড়ী। আতংকিত ঐ বাড়ী সহ এলাকাবাসী।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বদিউজ্জামান বলেন, এটি ভৌতিক ঘটনা, বদ জিনের কাজ।
ঐ বাড়ীর লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন জিনকে ধরার জন্য।
এমবি
