ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিচারক রকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপি কাজী বসির উদ্দিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা
  • মা হওয়ার মাস দুয়েকের মধ্যেই আগের রূপে নুসরাত

    মা হওয়ার মাস দুয়েকের মধ্যেই আগের রূপে নুসরাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মা হয়েছেন মাস দুয়েক আগেই। এরই মধ্যে ওজন কমিয়ে আবারও আগের শেপে নুসরাত জাহান। স্পোর্টস ব্রা আর জিম প্যান্টে ছবি পোস্ট করতেই মিলল নতুন আখ্যা। নুসরাত অনুরাগীরা প্রিয় অভিনেত্রীর নতুন নাম দিলেন ফিটনেস কুইন।

    বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত। তাতে স্পষ্ট বেলি-ফ্যাট কার্যত উধাও তার। অথচ অভিনেত্রী এর আগে সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই মুহূর্তে তিনি জিমে একেবারেই যাচ্ছেন না। ডায়েটও যে মেনে চলছেন এমনটা নয়। প্রশ্ন উঠছে নুসরাতের এই ওজন কমানোর রহস্যের চাবিকাঠি তবে কি নিয়মমেনে হাঁটা? 

    প্রসঙ্গত, মাতৃত্ব পরবর্তী ওজন বৃদ্ধির কারণে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে এর আগে। শুভশ্রী অবশ্য জানিয়েছিলেন, সেই সব ট্রোলে তিনি খুব একটা চিন্তিত নন। অন্যদিকে, নুসরতের ক্ষেত্রে ওজন ব্রিধি নিয়ে ট্রোলিংয়ের সম্মুখীন হতে না হলেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় নেটিজেনদের একটা বড় অংশ।

    নুসরাত অভিনেত্রী। তিনি সাংসদও। তবে আর কিছুদিনের মধ্যেই অভিনেত্রী-সাংসদ পরিচয়ের বাইরেও আরও এক নতুন ভূমিকায় দেখা যাবে নুসরাতকে। এক বেসরকারি এফএম চ্যানেলের এক টক শো হোস্ট করতে চলেছেন তিনি। শোর নাম ‘ইশক উইদ নুসরাত’। হিন্দিতে এই টক শো সঞ্চালনা করেন করিনা কাপুর খান। এই শোতেই নুসরাতের অতিথি হয়ে আসতে দেখা যাবে মদন মিত্র, ঋতাভরী চক্রবর্তী, যশ দাশগুপ্তসহ অনেককেই। নুসরাতের প্রশ্নের মুখে পড়তে হবে তাদের সবাইকে। ছাড় পাবেন না কেউই। রিল আর রিয়েল কোথাও গিয়ে কি মিশে যাবে যশ-নুসরাতের জীবনে?


    দিন কয়েক আগেই ছেলে ঈশানের ছবি প্রকাশ্যে এনেছিলেন বাবা-যশ। দিন যত এগিয়েছে সম্পর্ক নিয়েও তত বেশি মন খুলে কথা বলেছেন নুসরাত ও যশ। নুসরাত জানিয়েছেন তার সন্তানের বাবা যশ। বাবা হিসেবে যশ কেমন? নুসরাত শিক্ষক হলে সেই মার্কশিটে যশ বাবা হিসেবে কত নম্বর পাবেন? 

    এই নিয়ে নুসরাতের উত্তর, যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার। ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ঈশানকে দেখে রাখছে ও। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। যদি নম্বর দিতেই হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগার দেব আমি। ঈশান যশকে বাবা হিসেবে পেয়ে ভাগ্যবান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ