কলাপাড়ায় আ'লীগের ফরম সংগ্রহ করেছে ২৪ প্রার্থী


চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলাপাড়ায় ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছেন ২৪ জন।
শনিবার (১৩ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী ও সহকারী দপ্তর সম্পাদক এ্যাড. সৈয়দ মনিরুজ্জামান মারুফ এর কাজ থেকে আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেন তারা।
এরা হলেন, টিয়াখালী ইউনিয়নে কবির গাজী, ইয়ামিন আহমেদ, সৈয়দ মোফাজ্জল হোসেন, সৈয়দ হাসানুর রহমান রিমু, শাহাজাদা মোল্লা, মো. সাইফুল ইসলাম, মোসা. জুলিয়া ফেরদৌস, রহমান সিকদার, এস এম আশিকুর রহমান নিয়াজ, স্বপন হাওলাদার, মিলন মাহমুদ মোকসেদ, তামিম হোসেন তাছিম ও নান্টু হাওলাদার।
নীলগঞ্জ ইউনিয়নে এ্যাড. নাসির মাহমুদ, মো. বাবুল মিয়া, জিয়ারুল ইসলাম হাবির, মাসুদ নিজামী ও নাসির উদ্দিন বিপ্লব।
চাকমইয়া ইউনিয়নে মজিবুর রহমান চুনু, মকবুল দফাদার, আব্দুল মোতালেব হাওলাদার, হাসিবুল হাসান, নুর আমিন তালুকদার ও মোস্তাফিজুর রহমান সেলিম।
উল্লেখ, চতুর্থ ধাপে উপজেলার চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২৯ নভেম্বর বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৩ ডিসেম্বর ভোট গ্রহনের তারিখ।
এর মধ্যে টিয়াখালী ইভিএম পদ্ধতিতে এবং চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নে ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হবে।
এসএম
