ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো আমাদের আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে : নাহিদ ইসলাম পিরোজপুরে সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ! আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ মিশন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের খুলনায় গুলি করে যুবদল নেতাকে হত্যা শুধু কেন্দ্র নয় পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছে ইসি
  • বাউফলে নৌকার সমর্থকদের নিজ হাতে মারলেন বিদ্রোহী ইউপি চেয়ারম্যান

    বাউফলে নৌকার সমর্থকদের নিজ হাতে মারলেন বিদ্রোহী ইউপি চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৌকায় ভোট দিয়ে ভুল শিকার ও ক্ষমা না চাওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের আওয়ামী লীগের কমপক্ষে ১০-১২ জন নেতা-কর্মী ও সমর্থকদের মারধর করা হয়েছে। বাদ যায়নি বৃদ্ধ ও নারী।  তাঁদের মধ্যে আশরাফ আলী ডাক্তার (৬৫), মো. সহিদ গাজী (৫৫) ও মোসা. শেফালি বেগমকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক ওরফে আলকাচ মোল্লা গত শনিবার রাতে নিচ হাতে ওইসব ব্যক্তিদের মারধর করে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    আলকাচ মোল্লা হলেন স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজের ভাতিজা। গত ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। পরাজিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আমির হোসেন হাওলাদার।

    দলীয় সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে জয়লাভ করার পর থেকেই পরাজিত নৌকার নেতা-কর্মী ও সমর্থকদের ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা , ভাঙচুর এবং তাঁদেরকে মারধর করে আলকাচের কর্মী-সমর্থকেরা। নির্বাচনের দিন রাতে ভয়ে পালিয়ে যায় নৌকার দুই শতাধিক কর্মী-সমর্থকেরা। দীর্ঘদিন পর এলাকায় ফিরলেও ইউনয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল ছালামসহ এখনো কমপক্ষে ২০ নেতা-কর্মী এলাকায় যেতে পারছেন না।

    চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোসেন হাওলাদার বলেন, নৌকায় ভোট দেওয়ার কারণে গত শনিবার রাত ছয়টা থেকে নয়টা পর্যন্ত চেয়ারম্যান আলকাচ মোল্লা ১০-১২ জনের একটি বাহিনী নিয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সহিদ গাজী (৫৫), আওয়ামী লীগের কর্মী মো. জাকির চৌকিদার (৫০) ও তাঁর স্ত্রী মোসা. শেফালি বেগম (৪০) এবং আশরাফ আলী ডাক্তার ( ৬৫) ও তারঁ ছেলে আমিনুলসহ (৩০) কমপক্ষে ১০-১২ জনকে মারধর করেন। ওই সময় তাঁর সঙ্গে থাকা লোকজনও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর করেন।

    আহত শেফালি বেগম বলেন, তাঁর স্বামী আওয়ামীগ করেন। নৌকায় ভোট দেওয়ার কারণে শনিবার রাত সাতটার দিকে তাঁর স্বামী জাকির চৌকিদারকে চেয়ারম্যান নিজে ও তাঁর লোকেরা মারধর করে। তাঁকে রক্ষা করতে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে তাঁর স্বামীকে চিকিৎসা করাতেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে দেয়নি চেয়ারম্যান।

    নাম প্রকাশ না করার শর্তে চেয়ারম্যান আলকাচের এক কর্মী বলেন, চেয়ারম্যান ভাবছিলেন যাঁরা নৌকায় ভোট দিয়েছেন, তাঁরা ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে তাঁর (আলকাচ) হয়ে কাজ করবেন। আর তা করায় তিনি নিজ হাতে নৌকার কর্মী-সমর্থকদের মেরেছেন।’ মারধরের সময়ও তিনি (আলকাচ) এই কথা বলেছেন বলে জানান জাকির চৌকিদার।

    আহত আওয়ামী লীগ নেতা সহিদ গাজী বলেন, জ্ঞান হওয়ার পর থেকে আওয়ামী লীগ করি। সেই আওয়ামী লীগের নৌকায় ভোট দেওয়ার কারণে তাঁর দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। একমাস ১১ দিন দোকান বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে খুলে দেয়। তিন ছেলে মো. ইব্রাহিম খলিল (২৮), মো. ইউসুফ (২৪) ও মো. রুমান (১৫) তিনমাস পালিয়ে ছিল। গত রাতে আমার ছেলে ইউসুফের সামনেই চেয়ারম্যান নিজেই মারেন আর বলেন তোর নৌকার বাবারে (আওয়ামী লীগের প্রার্থী) রক্ষা করতে বোলা (ডাক)। বলেন,এ লজ্জার কথা কার কাছে বলবো?’

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এনামুল হক ওরফে আলকাচ মোল্লা বলেন, ওরা সবাই বিএনপি-জামায়াতের লোক। তাই মেরেছি। বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আপোষ নাই।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে ওই রাতেই আহত ব্যক্তিদের  ট্রলারে করে স্বাস্থ্যকমপ্লেক্সে আনার ব্যবস্থা করেছি।লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ