বরগুনায় সিডরে নিহতের স্মরণে দোয়া ও স্বরণসভা অনুষ্ঠিত


বরগুনায় সিডরে নিহতের স্মরণে দোয়া ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে বরগুনা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইউনিয়ন পরিষদে এই স্বরণসভার আয়োজন করা হয় । স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল হাসান বাদশা। সভাপতিত্ব করেন নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম সফিকুজ্জামান মাহফুজ।
এছাড়াও স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সিডরে নিহতদের স্বজনসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের পূর্বে গর্জনবুনিয়া গণকবরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন ।
এইচকেআর
