ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কলাপাড়ায় কারেন্ট জালসহ ৩০ মণ জাটকা জব্দ

কলাপাড়ায় কারেন্ট জালসহ ৩০ মণ জাটকা জব্দ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় দেড় লাখ মিটার কারেন্ট জালসহ ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার দুপুর পর্যন্ত কুয়াকাটা নৌ পুলিশের সদস্যরা রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করে।

তবে এ সময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি তারা। পরে বুধবার বিকেল ৩ দিকে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম জানান, নদীতে টহলরত অবস্থায় জাল ও মাছ জব্দ করা হয়েছে। নৌ-পুলিশের ঝাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন