ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

বরগুনার তালতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বরগুনার তালতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

বরগুনার তালতলীতে সেচ দেওয়া পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ রহিম (৫০) হাওলাদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার শারিকখালী ইউনিয়নের নল বুনিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত আঃ রহিম হাওলাদার একই এলাকার মৃতঃআঃ কাদের হাং এর ছেলে।

পরিবার স্থানীয় পুলিশ সুত্রে জানাগেছে, কৃষক আঃ রহিম পানির মটার দিয়ে জমিতে সেচ দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান। ঘটনার প্রায় এক ঘণ্টা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ির উঠানে রাখে।

বরগুনা তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন