ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

কর্মহীনদের মাঝে আগৈলঝাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ

কর্মহীনদের মাঝে আগৈলঝাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনা ভাইরাস বৃদ্ধির কারনে সরকার থেকে সারা দেশে লকডাউন ঘোষনা করায় বরিশালের আগৈলঝাড়ায় কর্মহীন হয়ে পরা দরিদ্র লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুলল্লাহ’র নিজস্ব তহবিল থেকে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলার ৫টি ইউনিয়নে ১ হাজার ৬ শত জন ব্যক্তির মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। 

রোববার সকালে প্রথমে গৈলা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদারের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁনসহ ইউপি সদস্যরা। 

পরে উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদে বসে এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল­াহ’র নিজস্ব তহবিল থেকে দেওয়া এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম ও উপজেলা সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। পর্যায়ক্রমে উপজেলার ৫টি ইউনিয়নে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিটি ইউনিয়নে ৩শত করে ১হাজার ৫শত এবং উপজেলা পরিষদের উদ্যোগে ১শতসহ মোট ১ হাজার ৬ শত কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ