ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যানের মৃত্যু

পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যানের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

বরগুনা জেলার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নজির হোসেন (কালু) পাটোয়ারী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর হার্ট ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নজির হোসেন (কালু) পাটোয়ারীর ভাগনে বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ। তিনি জানান, পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের জননন্দিন এবং সফল চেয়ারম্যান আমার মামা বীর মুক্তিযোদ্ধা মোঃ নজির হোসেন (কালু) পাটোয়ারী দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে তার শারীরীক অবস্থা খারাপ হয়ে পড়ে। পারিবারিক সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন