নাচনাপাড়ায় ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ


নাচনাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মাঝে হিসাব নিকাশ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের প্রার্থীদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছেন স্থানীয় ভোটাররা।
এর ধারাবাহিকতায় নাচনাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে মোঃ সোহাগ খানের বিরুদ্ধে এলাকাবাসীর ব্যাপক অভিযোগ রয়েছে। স্থানীয় খালেক জোমাদ্দার, শাহ আলম ও কবির হোসেনসহ একাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, সোহাগ খান বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে মিল্টন গয়ালিসহ শতাধিক পরিবারের কাছ থেকে পরিবার প্রতি ২ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন। এলাকায় সাধারণ মানুষের মাঝে বিরোধ সৃষ্টি করে বিভিন্ন ব্যক্তিকে মামলায় জড়িয়ে নিজে ফায়দা নিয়েছেন।
এভাবে তিনি একেরপর এক সাধারণ মানুষকে বিরোধে জড়িত রয়েছেন। অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য প্রার্থী সোহাগ খান বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী ও সমর্থকরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। এ ঘটনা সত্য নয়।
এমবি
