আমতলী দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

বরগুনার আমতলী-সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকদের নির্বাচন শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আমতলা সাব রেজিষ্ট্রার অফিসে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল বাসার মোঃ আবুল বাশার আশ্রাফুজ্জামান রুমি (৪৪) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. ইসাহাক মিয়া প্রাপ্ত ভোট (২০), সাধারণ সম্পাদক মোঃ জহিরু ইসলাম বাবুল ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. মিজানুর রহমান মুসুল্লি তার প্রাপ্ত ভোট ৩০।
অর্থ সম্পাদক পদে মোঃ কামাল হোসেন ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ আবদুস ছালাম। তার প্রাপ্ত ভোট ১৯। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের তিনটি পদে কিরে মোট ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯০ জন ভোটারের মধ্যে ৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এমবি
