ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজের ঘরে আগুন

প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজের ঘরে আগুন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে নিজ ঘরে আগুন দিয়ে অপরকে ঘায়েল করার ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্বসোনাতলা গ্রামের ভুক্তভোগী মোসা: মাহিনুর বেগম সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মাহিনুর বলেন, আমার পিতা আ: মন্নান কাজী (৯৫) বার্ধক্যজনিত জটিল রোগে ভুগে ১৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মারা যান। শুক্রবার সকালে বাবার দাফন চলা অবস্থায় আমার আপন ভাই মিজানুর রহমান (৪০), তার মেয়ে জামাই মাছুম বিল্লাহ (২৫) তাদের সহযোগীদের নিয়ে আমার পুকুরের ১ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে বিক্রী করে। উক্ত মাছ লুটের ঘটনা ধামাচাপা দিতে ও পূর্ব শত্রুতার জেরে আমি সহ আমার অপর ভাইদের ফাঁসাতে ওই দিন অনুমান সাড়ে ১১টার দিকে নিজ বসতবাড়ীর রান্না ঘরে আগুন দিয়ে তার জামাই মাছুম বিল্লাহকে বাদী করে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।’

মাহিনুর বেগম আরও বলেন, ’এর আগে মিজানুর আমার পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিলে আমি পুলিশের জরুরী সেবার ৯৯৯এ ফোন দেই। কলাপাড়া থানা পুলিশ এসে তাদের মাছ ধরতে নিষেধ করা সহ উভয়কে বিরোধ নিস্পত্তি করার জন্য বলেন। কিন্তু মিজানুর বিষয়টি নিস্পত্তি না করে তার স্ত্রী চায়নাকে দিয়ে থানায় মিথ্যা অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাই ন্যায় বিচার পেতে প্রশাসন সহ সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন মাহিনুর। ’

এদিকে উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো: মিজানুর রহমান বলেন, তিনি কারও বিরুদ্ধে কোন রকম চক্রান্তের সাথে জড়িত নন।

 

 

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন