পৌর নির্বাচনের কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম


গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাহেব আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাহেব আলীকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার এ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। সাহেব আলী এবারো কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাউন্সিলর সাহেব আলীর ভাগ্নে মো. হানিফ জানান, শেরেবাংলা রোডের হাফিজ মাস্টারের জামাই মুরগির ফার্ম মালিক সুমন মিয়া মোবাইল ফোনে সাহেব আলীকে কিছু তথ্য দেন। সুমন মিয়া সাহেব আলীর সমর্থক। সুমনের কাছ থেকে তথ্য পেয়ে সাহেব আলী ওই ওয়ার্ডের শেরে বাংলা রোডের উদ্দেশে রওনা করেন। কাউন্সিলর সাহেব আলী মমিন উদ্দিন চৌকিদারবাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে।
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুব্রত দে জানান, সাহেব আলীর ঘাড়ে, ডান পাঁজরে ও পেটে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিম বা তার পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর
