ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কলাপাড়ায় সালিশ বৈঠকে জামাতার হামলা, শ্বশুড়-স্ত্রীসহ আহত ১০

 কলাপাড়ায় সালিশ বৈঠকে জামাতার হামলা, শ্বশুড়-স্ত্রীসহ আহত ১০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারির ঘটনায় অন্ততঃ ১০ জন আহত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে ৬ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে ভর্তি করেছে।

এরা হলেন মো.তাইজুল ইসলাম (৬৮) পারভীন বেগম(৪০) মশিউর রহমান (২৩) আনসার গাজী (৫৫) লিটন গাজী (২৫) ও রাহিমা বেগম (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারিপাড়া গ্রামের মো.তাইজুল ইসলাম গাজীর মেয়ে পারভীন বেগমের  সাথে একই গ্রামের ইয়ার গাজীর ছেলে মুসা গাজীর অন্ততঃ ২৫ বছর আগে বিবাহ হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনাবনির অভাব দেখা দেয়। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিশ  বৈঠকও হয়েছিল। গত এক সপ্তাহ যাবৎ পুনরায় স্বামী -স্ত্রীর সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। এনিয়ে স্থানীয় ফোরকান প্যাদার বেঠক খানায় এক শালিশ বৈঠক চলাকালীন উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয় । এতে তাইজুল ইসলাম গাজীর গ্রুপের লোকজন আহত হয়েছে।

এ ব্যাপারে তাইজুল ইসলাম গাজী জানান, মেয়ে বিয়ে দেয়ার পর থেকে তাকে নির্যাতন চালিয়ে আসছে। এ সংক্রান্ত বিষয়ে থানায় মামলাও করা হয়েছিল। ওই শালিশ বৈঠকে জামাতা মুসা গাজী উত্তেজিত হলে তার সাথের লোকজন তাদের উপর হামলা করে।

ফোরকান প্যাদা জানান, তিনি শালিশের জন্য দু’পক্ষকে ডেকেছিলেন, তারা এক পর্যায়ে বাক-বিতন্ডা শুরু করে এবং উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হয়। পরে পরিস্থিতি চরম পর্যায় ধারন করে  বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন