ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬ ইউনিয়নে ৪টিতে নৌকার বিজয়

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬ ইউনিয়নে ৪টিতে নৌকার বিজয়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তৃতীয় ধাপে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে ৬টির মধ্যে ৪টিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে কাকড়াবুনিয়া ইউনিয়নে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও হাতপাখার প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাহবুব আলম স্বপন। বাকি ৫টির মধ্যে ৩টিতে নৌকা এবং দুটিতে আনারস প্রতীকের একটিতে বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

বেসরকারি ফলাফলে বিজয়ীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেউলী-সুবিদখালী ইউনিয়ন পরিষদে মোহাম্মদ আনোয়ার হোসেন খান (নৌকা), মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী মো. মিজানুর রহমান লাবলু (নৌকা), আমড়াগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. সুলতান হোসেন (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বহিঃ) মির্জাগঞ্জ ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এ্যাড. আবুল বাশার নাসির (আনারস) এবং মজিদবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল্লাহ (আনারস) বিজয়ী হয়েছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন