ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

বরগুনায় মাদকবিরোধী ফুটবল ম্যাচ

বরগুনায় মাদকবিরোধী ফুটবল ম্যাচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনায় মাদকবিরোধী ফুটবল ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় বরগুনা সার্কিট হাউজ মাঠে বরগুনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা যৌথ ভাবে প্রতিযোগিতার আয়ােজন করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফুটবল ম্যাচ এবং ভলিবল ম্যাচের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক। এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

প্রীতি ফুটবল এবং ভলিবল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন