শহিদুল ইসলাম মৃধাই বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য

বরগুনার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য পদে হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো, শহিদুল ইসলাম মৃধাকেই বহাল রাখলেন হাইকোর্ট বিভাগ।
আমতলী বকুলনেছা মহিলা কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হন হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো, শহিদুল ইসলাম মৃধা। সম্প্রতি তাকে বাদ দিয়ে আমতলী সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন বিশ্বাসকে বিদ্যোৎসাহী সদস্য হিসাবে নির্বাচিত করে কলেজে পত্র প্রেরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ পত্রকে চ্যালেঞ্জ করে শহিদুল ইসলাম মৃধা ২৯ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিটপিটিশন (১১৩৯৪অফ২০২১) দায়ের করলে বিচারপতি কামরুজ্জামান ও বিচারপতি এমডি মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চ আবুল হোসেন বিশ্বাসকে বিদ্যোৎসাহী সদস্য হিসাবে দেয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পত্র আগামী ১৫/২/২০২২ তারিখ পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করেন।
কলেজ অধ্যক্ষ মো. ফোরকান মিয়া হাইকোর্ট বিভাগের দেয়া আদেশের ল’সার্টফিকেট পেয়েছেন বলে জানান।
এ ব্যাপারে জানার জন্য এডহক কমিটির সভাপতি গোলাম সরোয়ার টুকুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মো. শহিদুল ইসলাম মৃধার আইনজীবী ব্যারিষ্টার মইনুল ইসলাম মুঠোফোনে হাইকোর্টের আদেশের তার দেয়া ল’সার্টফিকেটের সত্যতা স্বীকার করেন।
এমবি
