ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

গৌরনদীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের, গ্রেফতার ১

 গৌরনদীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের, গ্রেফতার ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের  অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩)কে অপহরণের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।  পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নাম্বার আসামি শামীম মৃধা ওরফে শামীম চৌকিদার (২২)কে গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই মো. শাহ্জাহান জানান,   উপজেলার কমলাপুর গ্রামের বখাটে বেল্লাল মৃধা ওরফে বেল্লাল চৌকিদার (২০)  স্কুলে আসা যাওয়ার পথে প্রায় ওই স্কুলছাত্রীকে  উত্ত্যক্ত করে আসছিল। গত ২৯ নভেম্বর সকালে ওই  ছাত্রী নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বখাটে বেল্লাল মৃধার নেতৃত্বে  ৭/৮ জনে ওই ছাত্রীর পথরোধ করে। এ সময় জোরপূর্বক ওই ছাত্রীকে মাহ্নিদ্রায় তুলে অপহরণ করে নিয়ে যায়  তারা।

এ ব্যাপারে অপহৃতা স্কুলছাত্রীর মা বাদি হয়ে ৪ জনের নামোল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে  বুধবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে  একটি মামলা দায়ের করেছে। তাৎক্ষনিক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলাপর ২ নাম্বার আসামি শামীম মৃধাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত শামীমকে বৃধবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ্জাহান জানান।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন