ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • খুনিকে কেন ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের ঢাকায় সোহাগ খুনের দায় তারেক জিয়াকে গ্রহণ করতে হবে : ফয়জুল করীম যারা পুরাতন রাজনীতি করতে চায়, তাদের জন্য রাজনীতি আর সহজ হবে না: নাহিদ পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো আমাদের আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে : নাহিদ ইসলাম পিরোজপুরে সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ! আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে
  • উপকূল থেকে অস্ত্র-গোলাবারুদসহ পাঁচ জলদস্যু আটক

    উপকূল থেকে অস্ত্র-গোলাবারুদসহ পাঁচ জলদস্যু আটক
    অস্ত্র-গোলাবারুদসহ পাঁচ জলদস্যু আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সময়ে বরগুনা, পাথরঘাটা ও পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জিম্মি করে মুক্তিপন আদায়, হত্যা এবং ডাকাতির ঘটনায় জলদস্যু বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় এবং আগ্নেয়াস্ত্র।

    বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের একটি পরিত্যক্ত ঘর থেকে তাদেরকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন- মো. খলিল জমাদ্দার (৫৫), মো. মাহাতাব পোদা (৩৩), মো. জামাল আকন্দ (৩৬), মো. মাছুম ওরফে মানছুর খলিফা (৪৬) এবং মো. মিনাজ খাঁ (২৫)।

    শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর রূপাতলীতে র‌্যাব-৮ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এই তথ্য জানিয়েছেন।

    তিনি জানিয়েছেন, ‘আটককৃত দাকাতদের কাছ থেকে একটি একনালা বন্দুক, ওয়ান শুটার গান, দেশীয় ধারালো অস্ত্র চারটি, দুটি লোহার পাইপ, ৬টি মোবাইল ফোনসহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

    তিনি বলেন, ‘সুন্দরবনে সদস্যুতা বন্ধে র‌্যাব কঠোর অবস্থান নিয়েছে। নিয়মিত টহল দিয়ে যাচ্ছেন তারা। এমনকি হেলিকপ্টারেও টহল দিচ্ছে র‌্যাব সদস্যরা। এর ফলে সুন্দরবনের সদস্যুরা সেখান থেকে আত্মগোপন বঙ্গোপসাগরে জেলেদের টার্গেট করেছে।

    সদস্যুরা বঙ্গোপসাগরে জেলেদের জিম্মি করে মুক্তিপনসহ তাদের মালামাল লুট করছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের উপকূলে এমন কয়েকটি ঘটনার পরে র‌্যাব তাদের তৎপরতা আরও বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই পাঁচ জলদস্যুকে আটক করা হয়।

    র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘উপকূলে কিংবা সমুদ্রে কোথাও কোন সদস্যুতার সুযোগ দেয়া হবে না। জলদস্যুরা গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ার করেন তিনি।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ