আগৈলঝাড়ায় পৃথক সংঘর্ষে মা-ছেলেসহ আহত ১২


বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামানন্দেরআঁক গ্রামের নিতিশ মজুমদারের সাথে একই বাড়ির মহানন্দ মজুমদারের সাথে পূর্ব বিরোধ চলে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে বাড়ির উপর দিয়ে ভ্যান নেয়াকে কেন্দ্র করে মহানন্দ মজুমদারের নেতৃত্ব তার লোকজন নিতিশ মজুমদারের স্ত্রী ঝর্না মজুমদার (৪৩) ও তার ছেলে নবীন মজুমদার (১৬) কে পিটিয়ে গুরুতর আহত করে।
এসময় স্থানীয়দের সহযোগিতায় আহত ঝর্না ও নবীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর পূর্বেও নিতিশ মজুমদারের পরিবারের উপর একাধিকবার হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যদিকে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে হামলায় মিঠুন চৌধুরী (২৫), প্রিয়লাল চৌধুরী (৫৫), সঞ্জয় চৌধুরী (২৪), সুধাংশু চৌধুরী (৫০), আশালতা (৪০), নিরঞ্জন বলভ (৪৫)সহ ১০জন আহত হয়। গুর”তর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এইচকেআর
