ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কলাপাড়ায় আগুনে ৫ দোকান পুড়ে ছাই

 কলাপাড়ায় আগুনে ৫ দোকান পুড়ে ছাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে ৫টি দোকান ছাই হয়ে গেছে। শনিবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর বাজারে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ হাবিব আকনের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে রাত ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস মিয়া সাংবাদিকদের জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আমরা দুইটি টিম দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন