বরগুনায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন


বরগুনায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা তিনটায় বরগুনার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের সভাপতিত্বে সভায় বরগুনা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টাস ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ভিটামিন এ প্লাস ক্যম্পেইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এতে জানানো হয়, ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর মোট চারদিন বরগুনা জেলার ছয় উপজেলার ৪২ ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট অস্থায়ী ও স্থায়ী ৯১৭ টি স্থায়ী কেন্দ্রে মোট ৬-১১ মাস পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৩০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও বরগুনা পৌরসভায় মোট ৩৩টি সহ সর্বমোট ৯৫০ টি টিকাদান কেন্দ্রে এ লক্ষে এক হাজার ৯০০ স্বেচ্ছাসেবক কর্মরত থাকবেন।
এইচকেআর
