ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে দেওয়ানী আদালত না থাকায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা

আমতলীতে দেওয়ানী আদালত না থাকায়  ভোগান্তিতে বিচার প্রার্থীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে দেওয়ানী আদালত না থাকায়  চরম ভোগান্তিতে পরেছে আমতলী-তালতলী উপজেলার মামলা-মোকোদ্দমার সাথে সাধারন  মানুষ। প্রমত্তা পায়রা  নদী পাড়ি দিয়ে মামলা- মোকোদ্দমার জন্য যেতে হয় জেলা শহরে অবস্থিত সহকারী জজ আদালতে।

এতে চরম ভাবে ভোগান্তির শিকার হচ্ছে জমিজমার মামলার স্বার্থে জড়িত সাধারন মানুষ । ২০১২ বরগুনা জেলা জজ আমতলীতে দেওয়ানী আদালত পুনঃস্থাপনের পক্ষে প্রতিবেদন দিলেও নয় বছরেও তা আলোরমুখ দেখেনি। এতে স্থবির হয়ে পরেছে আদালত পুনঃস্থাপনের কার্যক্রম।

জানাগেছে, ১৯৮২ সালে আমতলী-তালতলী নিয়ে আমতলী উপজেলা গঠিত হয়। উপজেলা ঘোষনা হওয়ার পর থেকেই আমতলীতে ( দেওয়ানী) আদালত স্থাপিত হয়। ওই সময় থেকে খুব ভালো ভাবেই চলে আসছিল আমতলীর আদালত। ১৯৯১ সালে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে কোন কারন ছাড়াই আমতলী আদালত প্রত্যাহার করে বরগুনা জেলা শহরের সাথে সংযুক্ত করে তৎকালীন বিএনপি  সরকার। এতে সুবিধা বঞ্চিত হয় দুই উপজেলার বিচারপ্রার্থীরা ।

মুনসেফ আদালত বরগুনায় সংযুক্ত হওয়ার  এক বছরের মাথায় ১৯৯২ সালে পায়রা নদী ও রাখাইন অধ্যুাসিত এলাকা বিবেচনা করে ফৌজদারী আদালত পুনরায় আমতলীতে শুরু হয়। দেওয়ানী আদালতের কার্যক্রম আর  শুরু হয়নি।

বর্তমানে বরগুনা দেওয়ানী আদালতে আমতলী-তালতলীর প্রায় সাড়ে ৩ হাজার মামলা চলমান রয়েছে। এদিকে ২০১২ সালে তৎকালিন আইন প্রতিমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম আমতলী আদালত পরিদর্শনে আসেন। তিনি আদালত পরিদর্শন শেষে দেওয়ানী আদালত পুণঃস্থাপনের আশ^াস দিয়ে বরগুনা জেলা জজের কাছে প্রতিবেদন চান। তৎকালিন জেলা জজ আমতলীতে দেওয়ানী আদালত পুনঃস্থাপনের পক্ষে প্রতিবেদন দেন  বলে জানান, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বরগুনা জেলা আইনজীবি সমিতির  সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট এমএ কাদের মিয়া। কিন্তু প্রতিবেদন দাখিলের ৯ বছর পেরিয়ে গেলেও আমতলীতে দেওয়ানী আদালত পুনঃস্থাপনের আলোর মুখ দেখেনি। স্থবির হয়ে পরে আদালত পুনঃস্থাপনের কার্যক্রম। ভুক্তভোগীরা দ্রুত আমতলীতে দেওয়ানী আদালত পূনঃস্থাপনের দাবী জানিয়েছেন।

বরগুনা আইনজীবি সমিতির  সহ-সভাপতি এ্যাড. মো.দেলোয়ার হোসেন  বলেন, মানুষের কষ্ট বিবেচনা করেই আমতলীতে দেওয়ানী আদালত পুনঃস্থাপনের চেষ্টা করে আসছি। ইতিমধ্যে আইন মন্ত্রনালয়ে আবেদন করেছি।

আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান মুঠোফোনে বলেন. সম্প্রতি আমতলী পৌরসভার হলরুমে  দেওয়ানী আদালত আমতলীতে স্থাপনের দাবীতে পৌরসভার অডিটরিয়ামে আমতলীর সুশীল সমাজ. আইনজীবি, সাংবাদিকদের নিয়ে   নাগরিক মতবিনিময় সভা করা হয়েছে।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন