ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

তালতলীতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির ভোট জালিয়াতির অভিযোগ

তালতলীতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির ভোট জালিয়াতির অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া দাঃ দাখিল মাদ্রাসার ২০২০ সনের ম্যানেজিং কমিটি গঠনে ইবতেদায়ী শাখায় ১২৯ ভোটের ৯৯ টি ভোট জালিয়াতি করে শিক্ষা বোর্ডে ভুল তথ্য দিয়ে পকেট কমিটি গঠন করেছে বলে অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপার মাও. আব্দুস সবুরের বিরুদ্ধে।

মাদ্রাসা সুত্র জানায়, পূর্বের ম্যানেজিংকমিটির মেয়াদকাল ফুরিয়ে গেলে মাদ্রাসা সুপার গোপন বৈঠক করে নিজস্ব লোক নিয়ে ২০২০ সনে কমিটি গঠন করেন। সদস্য হতে আগ্রহী অনেকে ফরম কিনতে চাইলে তাদেরকে ভুল বুঝিয়ে ফরম কিনতে দেয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন গিয়ে জানা গেছে, শিক্ষা বোর্ডে ইবতেদায়ী শাখায় ১২৯ জনের ভোটার তালিকা দেখিয়েছে সুপার। ওই তালিকার ১২৯ টি নামের ৯৯ জন শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে কিংবা ওই এলাকায় পাওয়া যায়নি। চাঞ্চল্যকর এই বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে তোলপাড়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আ. কুদ্দুস খান বলেন, মাদ্রাসা সুপার মাও. আব্দুস সবুর তিনি মাদ্রাসায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি করেন। কর্মকর্তাদের চোখে পড়লেও অদৃশ্য শক্তি তিনি সব ধামাচাপা দিয়ে দেন। তার এমন কর্মকাণ্ডে এলাকার সকল স্তরের মানুষ মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি বোর্ড কে ভুল বুঝিয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটি অনুমোদন এনেছেন। তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষক সমাজকে কলঙ্কিত করার কারণে তার কঠিন শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

এ বিষয়ে মাদ্রাসা সুপার মাও. আব্দুস সবুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রশ্নের জবাব এরিয়ে গিয়ে ফোন কেটে দেন। পরে ফোন বন্ধ করে রাখায় তার সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া মুঠো ফোনে বলেন, ভাই আপনি অফিসে আসেন এগুলি মোবাইলে বলতে পারবো না।

 

 

শাহাদাৎ হোসেন/ এইচকেআর


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন