ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

গৌরনদীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

 গৌরনদীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ।  মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বাঙ্গিলা গ্রামের আসাদুল বেপারী, তুহিন হাওলাদার ও নন্দনপট্টি গ্রামের টিটু সরদার।  গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করেন থানা পুলিশ। 

এসময় মোটরসাইকেলে থানা তিন যুবক দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তিনজনকেই আটক করা হয়। পরবর্তীতে দুইজনের কাছ থেকে একটি রাম দা ও একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে পুুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানার এসআই মোঃ আব্দুল হক বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ