ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

জোর করে স্কুলছাত্রকে বিয়ে দেওয়ার চেষ্টা

জোর করে স্কুলছাত্রকে বিয়ে দেওয়ার চেষ্টা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার তালতলীতে সুজন (১৬) নামের এক কিশোরকে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারীর তালতলী অফিসে ওই কিশোর অভিযোগ করলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ বিয়ে বন্ধ করে স্বজনদের থানায় নিয়ে আসেন।

সুজন তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে কবিরাজপাড়া এলাকার মো. সোহরাব মুন্সীর ছেলে।

সুজনের সহপাঠীরা জানিয়েছেন, কবিরাজপাড়া জাগো নারী কিশোর-কিশোরী দলের সদস্য সুজন। সে মাধ্যমিক শেষ করে কলেজে ভর্তি হবার স্বপ্ন দেখছেন। আর এখনি তাকে বিয়ে দিতে চায় তার পরিবার।

জাগো নারী তালতলী উপজেলা শাখার সমন্বয়কারী রাবেয়া মুন্নি বলেন, সুজন একজন ছাত্র। এখনো তার বিয়ের বয়স হয়নি। কিন্তু তার পরিবার জোরপূর্বক বিয়ে দিতে চায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন, সুজনের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ের জন্য চাপ দিবে না বলে স্বজনরা অঙ্গীকার করেছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন