কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হামলা ও ভাংচুর


পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়নের কলাপাড়া-আমতলী সিমান্ত এলাকায় শনিবার দুপুর ২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মাহামুদুল হাসান সুজন মোল্লার উঠান বৈঠকের প্রস্ততির সময় অতর্কিত হামলা চালায় নৌকা মার্কার প্রার্থীরা কর্মীরা। অপরদিকে নৌকা মার্কার প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু'র কর্মী সমর্থকদের হামলা ও গাড়ী ভাংচুরের পালটা -পাল্টি অভিযোগ করেন।
স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী মো. মাহামুদুল হাসান সুজন মোল্লা বলেন, সাধারন জনগনের কথায় নির্বাচনে দাঁড়িয়েছি, হামালা, মামলা চাইনা, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই। ভোট চাওয়ার অধিকার আছে, নৌকা প্রার্থী নিজে এবং তার সমর্থকরা হাতুরি ও দেশীয় অস্ত্র নিয়ে হুন্ডা মহরা দেয়। ভোট চাইতে দেয়না আমার সমর্থকদের হুমকি দিয়ে যাচ্ছে নির্বাচনের শুরু থেকে। ১১ ডিসেম্বর দুপুর ২ টার দিকে কলাপাড়া-আমতলী সিমান্ত এলাকায় উঠান বৈঠকের প্রস্ততির সময় আমার উপর নৌকা প্রার্থী মশিউর রহমান শিমু মিরার সন্ত্রাসী বাহিনীর হামিম, শামিম, কলাম মৃধা, জুলহাস এবং জুয়েল হত্যা মামলার আসামী দেলোয়ার ও শিপন সহ ৪০ থেকে ৫০ জন হামলা করেন।
নৌকা মার্কার প্রার্থী মশিউর রহমান শিমু জানান, ভোটের মাঠে ভোট নাই তা দেখে আমার সমর্থকদের উপর হামলা ও হুন্ডা ভাংচুর করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, উভয় পক্ষের কর্মীরা সামনাসামনি হওয়ায় তাদের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেল ভাংচুর হয়।
এইচকেআর
