ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • সোয়া ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের প্রশাসন কোনো পক্ষের হয়ে কাজ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নুর ভোটে দায়িত্বরত কেউ গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না দুর্নীতির বরপুত্র বরিশাল বিআরটিএ’র শাহ আলম কারাগারে, আদালত চত্বরে সাংবাদিককে লাথি ভোলায় সড়কে প্রাণ গেলো ৪ জনের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড ৫৪ বছর ধরে যখন যে ক্ষমতায় এসেছে এ দেশকে খাবলে খামচে তছনছ করেছে হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো: ফখরুল
  • কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা

    কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন  ঘিরে বাড়ছে সহিংসতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময় যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতা বেড়েই চলছে কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে। আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী মো.মাহামুদুল হাসান সুজন মোল্লার প্রচার ও প্রচারনার সময় অটো রিক্সায় থাকা আলম সরদার (৬৫) কে নৌকা মার্কার্ প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমুর সমর্থক ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী কামাল তালুকদার সহ সন্ত্রাসীরা তাকে গুরুতর আহত করে। এ সময় অটো রিক্সা ভাংচুর এবং ৫টি মোবাইল ছিনিয়ে নেয়। ১৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ৯ নং ওয়ার্ডের মালেক সিকাদারের বাড়ি সামনে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তফসিল ঘোষণা হবার শুরু থেকে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. মাহামুদুল হাসান সুজন মোল্লার কর্মীদের মারধর করে যাচ্ছে নৌকা মার্কার্ প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমুর সন্ত্রাসী বাহিনীরা । ১৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে অটো রিক্সায় আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীর প্রচার করতে ছিল সেই সময় নৌকার সমর্থক ৯ ওয়ার্ডের মেম্বর প্রার্থী কামাল তালুকদার তার বাহিনীরা হঠাৎ করে এসে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি  কুপিয়ে গুরুতর আহত করে আলম সরদার (৬৫) সহ ৬ জন কে। স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। এঘটনায় নাজমা বেগম (৪৫), শাহানাজ বেগম (৩৫) ঝুমুর বেগম (৩০), সাকিব সরদার (২০), অটোরিক্সা চালক হেলাল (৩০) আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, দুই পক্ষ অভিযোগ করেছেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ