ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news
উপসর্গ নিয়ে আসা রোগীদের ২২ শতাংশ করোনা পজেটিভ

বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু, নতুন শানাক্ত ৭২ জন

বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু, নতুন শানাক্ত ৭২ জন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিভাগে বিগত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ জন করোনা পজেটিভ। দুইজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। এই সময়ে ৭২ জন রোগী করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া পরীক্ষা করাতে আসা মোট সংখ্যার ২২ শতাংশ লোকই করোনা পজেটিভ বলে জানিয়েছে এই দফতর। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, নতুন করে ৭২ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৭৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। 

বরিশাল জেলায় নতুন ৪১ জন নিয়ে মোট ৬৫৭৪জন, পটুয়াখালীতে নতুন ৯ জন নিয়ে মোট ২১০৭ জন, ভোলায় নতুন ১৪ জন নিয়ে মোট ১৭৪৪ জন, পিরোজপুরে নতুন ২ জন নিয়ে মোট ১৫৭৬ জন, বরগুনায় নতুন একজন নিয়ে মোট ১২১২ জন এবং ঝালকাঠিতে নতুন ৫ জন নিয়ে মোট ১২৬২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। 

এরমধ্যে সুস্থ হয়েছেন, ১১ হাজার ৭৪৩ জন।   বিগত ২৪ ঘন্টায় (বুধবার) মৃত্যুবরণকারী চারজনের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের কাজীপাড়ার বাসিন্দা ৭০ বছর বয়সী আলাউদ্দিন এবং বাংলাবাজার এলাকার বাসিন্দা ৭২ বছর বয়সী নীল কান্ত পাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এছাড়া ভোলা সদর উপজেলার ভেলুমিয়া কুঞ্জপট্টির বাসিন্দা ৬১ বছর বয়সী মোঃ ইসমাইল ও বোরহানউদ্দিন উপজেলার আকহাওয়া অফিস রোডের বাসিন্দা ৫০ বছর বয়সী গোলাম কবির ভোলা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

এ নিয়ে বিভাগে মোট মৃত্যুবর সংখ্যা দাঁড়ালো ২৬১ জনে। এরমধ্যে বরিশালে ১০৮ জন, পটুয়াখালীতে ৫০ জন, ভোলায় ২৪ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ২৪ জন ও ঝালকাঠিতে ২৪ জন মৃত্যুবরণ করেছেন। ওদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ল্যাবে মোট ১৯০ জনে করোনা পরীক্ষা করিয়েছেন। এরমধ্যে ২২ দশমিক ১০ শতাংশ করোনা পজেটিভ এসেছে। 

অর্থাৎ ১৪৪ জনের নেগেটিভ ও ৪২ জনের পজেটিভ এসেছে। এই সময়ে করোনা ইউনিটে মোট ১৯ জন নতুন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ। উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন দুইজন। ফলে হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৮ জন রোগী চিকিৎসাধীন। যারমধ্যে ৬৪ জন উপসর্গ নিয়ে রিপোর্টের অপেক্ষায়। আর ৪৪ জন করোনা পজেটিশ শনাক্ত রোগী। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন