ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পটুয়াখালীতে কৃষকের দেড় একর জমির ধান কেটে পৌঁছে দিলো যুবলীগ

পটুয়াখালীতে কৃষকের দেড় একর জমির ধান কেটে পৌঁছে দিলো যুবলীগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালী সদর উপজেলার পশুরীবুনিয়া গ্রামের সেলিম জোমাদ্দার নামের এক কৃষকের দেড় একর জমির ধান কেটে উঠোনে তুলে দিয়েছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।

করোনা মহামারি প্রতিরোধে লকডাউন চলাকালীন সময়ে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান ও রেজাউল করিম শোয়েবসহ প্রায় শতাধিক নেতাকর্মী কৃষক সেলিম জোমাদ্দারের জমির ধান কেটে উঠোনে তুলে দেন।


কৃষক সেলিম জোমাদ্দার জানান, এক সপ্তাহ আগে তার জমির ধান পরিপক্ক হলেও করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে ধান জমিতেই মজে যাচ্ছিলো, এমন সময় স্থানীয় যুবলীগের এক কর্মীর মাধ্যমে জেলা যুবলীগের সাথে যোগাযোগ করলে, তারা এসে জমির ধান কেটে দেয়। এছাড়া কলাপাড় টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের কৃষক মো. কবির হোসেনের জমির ধান কেটে দেয় উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

জেলা যুবলীগ নেতা রেজাউল করিম শোয়েব বলেন, কৃষকেরা শ্রমিকের অভাবে ধান কাটতে পারতেছে না, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা যুবলীগ সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকে আমরা পশুরীবুনিয়া গ্রামের সেলিম জোমাদ্দার নামের এক কৃষকের দেড় একর জমির ধান কেটে উঠোনে তুলে দিয়েছি। আমরা ভবিষ্যতেও এরকম মানবিক কাজের জন্য প্রস্তুত আছি।


টিএইচএ/
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন