ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
  • বরিশালে কমছে ডায়রিয়া রোগীর সংখ্যা : মোট আক্রান্ত ৪৫,২৩৯

    বরিশালে কমছে ডায়রিয়া রোগীর সংখ্যা : মোট আক্রান্ত ৪৫,২৩৯
    বরিশালের হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণাঞ্চলের সরকারী হাসপাতালে ডায়রিয়া রোগীর ভর্তি সংখ্যা কমছে। তবে পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে বরিশালে ৬ হাজার ১৪৫ ডায়রিয়া আক্রান্তের মধ্যে ৫ জনের মৃত্যু ঘটেছে। এরা সবাই বাকেরগঞ্জ উপজেলার।

    শনিবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ অঞ্চলের ৬ জেলার সরকারী হাসপাতালগুলোতে নতুন করে সাড়ে ৮শ নারী-পুরুষ ও শিশু ডায়রিয়া চিকিৎসা গ্রহণ করে। আগের ২৪ ঘণ্টায় সংখ্যাটা ছিল ৮৯৬। সে হিসেবে দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ২৩৯ জনে। মারা গেছেন ১২ জন ডায়রিয়া রোগী।

    এদিকে বরিশাল নগরীর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এখনো রোগীর সংখ্যা ৩০-এর কাছে। জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ১০১ জনের ডায়রিয়া আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। 

    তবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে কোন ডায়রিয়া আক্রান্তের মৃত্যু হয়নি বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। দ্বীপজেলা ভোলার পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এ জেলায় আরো ২শ’রও বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হন। জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন প্রায় সাড়ে ১১ হাজার।

    এসময়ে পিরোজপুরেও ১৭২ জন নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৮১’তে। এ জেলার জেনারেল হাসপাতাল সহ সবগুলো উপজেলা হাসপাতালেও ডায়রিয়া রোগীদের ভিড় লেগে আছে। তবে ভোলার মত আক্রান্তের আধিক্য থাকলেও পিরোজপুরেও এখনো ডায়রিয়ায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

    পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ১৩৮ জন নারী-পুরুষ ও শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে সরকারী হাসপাতাল সমুহে চিকিৎসার জন্য এসেছে। জেলাটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজারের কাছে। মারা গেছেন ৪ জন।

    বরগুনাতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১২১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৯ জনের মধ্যে ৩ জনের মৃত্যু ঘটেছে। 

    ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় আরো ৯৪ জন ডায়রিয়া আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। জেলাটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা সরকারী হিসেবে ৫ হাজার ১৩৫ জন। তবে কারো মৃত্যু হয়নি ডায়রিয়ায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ