ভোলার ১৩৯ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী


ভোলা সদর উপজেলার ১ শত ৩৯টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। প্রিজাইডিং অফিসাররা স্ব-স্ব কেন্দ্রের নির্বাচনী মালামাল নিয়ে কেন্দ্র গুলোতে গিয়ে অবস্থান করছেন। আগামীকাল ভোটের দিন সকাল ৬টায় কেন্দ্র গুলোতে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে।
ভোলা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান জানিয়েছেন, কমিশনের নির্দেশ মতে সকল কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। যে সব ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে সেসব কেন্দ্রগুলোও ভোট আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।
এমবি
