ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে হবে: মির্জা ফখরুল

রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে হবে: মির্জা ফখরুল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করে সরকারকে উৎখাত করা হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে 'গণতন্ত্র হত্যা দিবস' উপলক্ষ্যে মহানগর বিএনপি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ হুশিয়ারি দেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে— সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে চলে যাওয়া। এর মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে উত্তাল তরঙ্গের সৃষ্টি করতে হবে। সেই তরঙ্গের মধ্য দিয়ে সুনামির মতো এই সরকারকে সরিয়ে একটি সত্যিকারের জনগণের সরকার গঠন করতে হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। এ উপলক্ষ্যে আজ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন