ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

প্রধানমন্ত্রী বললেন মাস্ক পরতে, ছাত্রলীগ সভাপতি কী করলেন?

প্রধানমন্ত্রী বললেন মাস্ক পরতে, ছাত্রলীগ সভাপতি কী করলেন?
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী তার বক্তব্যে মাস্ক পরার ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনার বক্তব্য শেষ হতে না হতেই মাস্ক খুলে ফেলেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

 

সভায় যুক্ত হয়ে উপস্থিত ছাত্রলীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আবারো করোনার প্রাদুর্ভাব বাড়ছে। গতকাল তোমাদের র‍্যালি খুব ভালো হয়েছে। চমৎকার র‍্যালি করেছো তোমরা। একটু খুঁত আছে। কারো মুখে মাস্ক ছিল না। আমি ভালো করে ছবিগুলো খুঁজে খুঁজে দেখেছি। কেউ মাস্ক পরোনি। এখনো অনেকে বসে আছো মাস্ক ছাড়া।

তিনি বলেন, নতুন ভ্যারিয়েন্ট যেটা আছে, সেটা কিন্তু আরও মারাত্মক। যখনই পাবলিক গেদারিংয়ে যাবে, সবাইকে মাস্ক পরে থাকতে হবে। তোমাদের নিজেদের সুরক্ষিত রাখতে হবে। অন্যরাও যাতে পরে তার ব্যবস্থা নেবে। তুমি যদি নিজে সুরক্ষিত না থাকো, তাহলে অন্যকে সাহায্য করবে কীভাবে? আগামীতে এরকম দেখতে চাই না।

এসব কথা বলে ছাত্রলীগের লোগো সংবলিত মাস্ক তুলে দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের মাস্ক কিন্তু আমি ব্যবহার করি। এখানে কেউ নেই। সবাই অনেক দূরে। কাজেই আমি মাস্ক খুলে রাখতে পারি।

শেখ হাসিনার এসব বক্তব্যের পর পরই মাস্ক খুলে ফেলেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় ডায়াসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য মাস্ক পরেই সভার সমাপ্তি করার জন্য সভাপতিকে আহ্বান জানান। মাস্ক ছাড়াই ডায়াসে গিয়ে সভা সমাপ্তির ঘোষণা দেন সভাপতি আল নাহিয়ান খান জয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন