বাংলাবাজার-শিমুলিয়ায় নৌচলাচল বন্ধ


বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর থেকে কুয়াশার কারণে নৌরুটে দিক নির্ণয় করা সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ বন্ধ রেখেছে।
জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) গভীর রাত থেকেই কুয়াশা বাড়তে শুরু করে। এ কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে কিছু যানবাহন রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরিতে যানবাহন লোড করা হবে এবং ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঘন কুয়াশা থাকায় সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। কারণ নৌরুটে দিক নির্ণয় করা না গেলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।
এমবি
