টানা দ্বিতীয়বার বাউফলের মেয়র হচ্ছেন জিয়াউল হক জুয়েল


পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. জিয়াউল হক ওরফে জুয়েল দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ি আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মেয়র পদে জিয়াউল ব্যতীত অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামি ১৪ জানুয়ারি। ওই দিন তাঁকে বিনা প্রতিদ্বন্ধিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা হবে।
জিয়াউল বাউফল পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়াদ শেষ হলেও সীমানা নির্ধারণসংক্রান্ত মামলার জটিলতার কারণে বাউফল পৌরসভা নির্বাচন আটকে ছিল। সর্বশেষ ২০১২ সালের ২২ মে বাউফল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক মেয়র নির্বাচিত হন। জিয়াউল দায়িত্ব নেওয়ার ১৪ দিনের মধ্যে পৌরসভাটি তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়।
পরবর্তী সময়ে পৌরসভার সীমানা বাড়িয়ে আবার পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হয় এবং ব্যাপক উন্নয়ন হয়। তবে ওই সময় বাউফল সদর, নাজিরপুর, দাসপাড়া ও মদনপুরা ইউনিয়নের বাসিন্দারা একাধিক মামলা করেন। এ কারণে মেয়াদ শেষ হয়ে গেলেও ওই চার ইউনিয়ন ও বাউফল পৌরসভার নির্বাচন বন্ধ হয়ে যায়।
মিজানুর রহমান/এসএমএইচ
