ঢাকা রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

Motobad news

অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গাজীখালি নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। যুবকের আনুমানিক বয়স (১৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীখালি নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।


তবে ওই যুবকের পরনে ছিল কালো রঙের জ্যাকেট ও সাদা রঙের টাওজার। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন