ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

আতশবাজিসহ র‌্যাবের হাতে আটক ১

আতশবাজিসহ র‌্যাবের হাতে আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে আতশবাজিসহ এক তরুণকে আটক করেছে র‌্যাব। তার নাম দিন ইসলাম সাকিব (১৯)। ওই তরুণের কাছে ৩ হাজার ১৭২ পিস আতশবাজি পাওয়া গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব বলেন, গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) আতশবাজিসহ সাকিবকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিলো এই তরুণ।

আটক সাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন