আতশবাজিসহ র্যাবের হাতে আটক ১


রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে আতশবাজিসহ এক তরুণকে আটক করেছে র্যাব। তার নাম দিন ইসলাম সাকিব (১৯)। ওই তরুণের কাছে ৩ হাজার ১৭২ পিস আতশবাজি পাওয়া গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব বলেন, গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) আতশবাজিসহ সাকিবকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিলো এই তরুণ।
আটক সাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমবি
