ঢাকা রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

Motobad news

কলারোয়ায় পুনরায় ভোট গণনার দাবিতে মানববন্ধন

কলারোয়ায় পুনরায় ভোট গণনার দাবিতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলারোয়া উপজেলার কেরেলকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর ওয়ার্ডে গত (৫ জানুয়ারী) নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবিতে মিস্ত্রির মোড় নামক স্থানে যশোর-সাতক্ষীরা মহাসড়কে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিসমত ইলিশপুর গ্রামের শত শত নারী ও পুরুষ। তাদের একটাই দাবি এই ওয়ার্ডের ভোট গণনায় অনিয়ম হয়েছে। তাই তারা দাবি করছেন এই ওয়ার্ডের ভোট পুনরায় গণনা করা হোক।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার (৫ জানুয়ারী) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ইউনিয়নের কিসমত ইলিশপুর ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের ভোট গণনা নিয়ে ইট্টগোল বাধে। কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সঠিক ভাবে ভোট গণনা না করে, মেম্বার পদপ্রার্থী মুজিবর রহমান মজুর মরোগ প্রতীক বিজয়ী হওয়ার ঘোষণা দিতে যাওয়ায় অপর মেম্বার পদপ্রার্থী ফুটবল প্রতীকের সাইফুর রহমানের পোলিং এজেন্ট ও কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকা বাসী। তাই পুনরায় ভোট গণনার দাবিতে ফুঁসে উঠেছে এলাকার সর্ব স্তরের জনসাধারণ।

মেম্বার পদপ্রার্থী মোঃ সাইফুর রহমান বলেন, আমার পোলিং এজেন্ট মোঃ আহসান হাবিব কে কোন রকম ভোট গণনা করার সময় তাকে দেখতে দেওয়া হয়নি। যখন সে আপত্তি করে এবং ভোট পুনরায় গণনার কথা বলে, তখন পুলিশ তাকে মারপিট করে। এবং তড়িঘড়ি করে মোরগ মার্কার প্রার্থী মুজিবর রহমানের নাম ঘোষণা করে চলে যাই। আমি এর সুষ্ঠু তদন্তের দাবি এবং পুনরায় ভোট গণনা করে সঠিক প্রার্থীর নাম ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন