ঢাকা রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

Motobad news

‘মেম্বার হলে কবিরাজি, সাপ ধরা ফ্রি’

‘মেম্বার হলে কবিরাজি, সাপ ধরা ফ্রি’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘গুণাইঘর উত্তর ইউনিয়ন থেকে মেম্বার হলে, সাপ ধরা ফ্রি, সিঙ্গা লাগানো ফ্রি, পোকা খোলা ফ্রি করে দেবো। মোটকথা ওঝা-কবিরাজি কাজগুলো ফ্রি করে দেবো, মাদক সন্ত্রাস দমন করবো।’

শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ঘোষণা দিয়েছেন কুমিল্লার দেবিদ্বারের আলাউদ্দিন কবিরাজ (৩২) নামে এক সদস্য (মেম্বার) প্রার্থী।

আলাউদ্দিন কবিরাজ দেবিদ্বার উপজেলার গুণাইঘর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী। সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ওই প্রার্থীরর ফেসবুকের স্ট্যাটাসটি নিয়ে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। আলাউদ্দিন গুণাইঘর গ্রামের বেদে বাড়ির মোহাম্মাদ মিয়া হোসেন বেদে সর্দারের ছেলে। তিনি বাংলাদেশ বেদে সমাজকল্যাণ সমিতির সভাপতি।

আলাউদ্দিন কবিরাজ বলেন, 'আমার বাবা সাপ ধরতে গিয়ে মারা গেছেন। তিনি বেদে সর্দার ছিলেন। ১৯৯৬ সালে আমার বাবা এই গুণাইঘর ইউনিয়ন থেকে ডাকাত দমন করেছেন। নির্বাচিত হলে আমিও মানুষের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করবো। কাউকে সাপে কামড়ালে ফ্রিতে চিকিৎসা দেবো।'

তবে আলাউদ্দিনের দাবি, ফেসবুক পোস্টে এমন ঘোষণা দিলেও তাঁর মূল লক্ষ্য মানুষের জন্য কাজ করে যাওয়া।

স্থানীয় এলাকার বাসিন্দা হুমায়ুন কবির ও বিদ্যালয় শিক্ষক মো. ইব্রাহিম মোল্লা বলেন, ওই ওয়ার্ডে মেম্বার পদে মোট পাঁচজন প্রার্থী আছেন। তবে সবার চেয়ে আলাউদ্দিন কবিরাজের প্রচারণা ও প্রতিশ্রুতি ভিন্ন রকম। এছাড়া আলাউদ্দিন আমাদের এলাকার একজন ভালো মানুষ। তিনি সাপ ধরে সংসার চালান, কবিরাজি করেন। তার নির্বাচনে অংশগ্রহণ ও ভিন্নরকম এই প্রচারণায় আমরা সকলে আনন্দিত।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম বলেন, ওই মেম্বার প্রার্থীর এমন ঘোষণার বিষয়টি এখনো আমার নজরে আসেনি। এছাড়া বিষয়টি নিয়ে অন্য কেউ অভিযোগও করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে আমরা খোঁজ নিয়ে দেখবো, এমন প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি-না। যদি এতে আচরণবিধি লঙ্ঘিত হয় তাহলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন