চট্টগ্রামে মার্কেটের আগুনে পুড়ে দুইজন নিহত


চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন কর্নেলহাটে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে পুড়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে আকবরশাহ থানাধীন কর্নেলহাটে ফার্নিচার মার্কেটে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকাল ৩ টা ৫০ মিনিটে কর্ণেল জোন্স সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার।
তিনি বলেন, বিকেল পৌনে ৪টায় আগুনের খবর পেয়ে আমাদের ৩টি ইউনিটের ১০টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বিকাল সাড়ে ৫টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে। এসময় আমরা দু’জনের লাশ উদ্ধার করেছি। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এসএমএইচ
